ভিডিও

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে আটক ৬

প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৪, ০২:৫৯ দুপুর
আপডেট: অক্টোবর ০৬, ২০২৪, ০২:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  আশুলিয়ায় শিল্পখাতে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী। 

রোববার (৬ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

আটকৃতরা হলেন- গিয়াস উদ্দীন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। তারা সবাই আশুলিয়ার পলাশবাড়ি এলাকার বসবাস করে।

পুলিশ জানায়, আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে। ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS