ভিডিও

বগুড়ার কাহালুতে সান্তাহারগামী বগুড়া এক্সপ্রেস ট্রেন আটকা ১৫ মিনিট

প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট: অক্টোবর ০৬, ২০২৪, ০৮:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : রেল লাইনের ৬০টি প্যান্ডেল ক্লিপ খুলে যাওয়ায় বগুড়ার কাহালু চারমাথা রেলগেটে লালমনিরহাট থেকে সান্তাহারগামী যাত্রীবাহী ২০ ডাউন বগুড়া এক্সপ্রেস মেইল ট্রেন প্রায় ১৫ মিনিট ধরে আটকা পড়ে থাকে। ঘটনাটি ঘটে গতকাল রোববার বেলা পৌণে ২টার দিকে।

বগুড়া থেকে ছেড়ে আসা ২০ ডাউন (বগুড়া এক্সপ্রেস) ট্রেনটি কাহালু চারমাথা রেলগেটের হোম সিগনাল অতিক্রম করার সময় ট্রেনের শেষের দিকের একটি বগির নিচে থাকা লোহার রড আকৃতির ব্রেকশো ভেঙে ঝুলে পড়ে।

এতে ব্রেকশোর আঘাতে কাহালু রেলগেট এলাকায় রেল লাইনের সাথে থাকা ৬০টি প্যান্ডেল ক্লিপ খুলে ট্রেনটি হোম সিগনাল এলাকায় থেমে যায়। ফলে কাহালু চারমাথা রেল গেটের দু’পাশে প্রায় ১৫ মিনিট যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

পরে রেলের লোকজন ব্রেকশোটি মেরামত করলে ২টার দিকে ট্রেনটি কাহালু রেল স্টেশন ছেড়ে যায়। কাহালু স্টেশন মাস্টার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS