ভিডিও

বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে : রেজাউল করিম বাদশা

প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট: অক্টোবর ০৬, ২০২৪, ১০:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি মাটি ও মানুষের দল, দীর্ঘদিন রাজপথে থেকে লড়াই করেছে।

লড়াই এখনো শেষ হয়সি। ঐক্যের কোন বিকল্প নেই। তিনি বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যেবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। গতকাল রোববার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে সিও অফিস বাসস্ট্যান্ড চত্ত্বরে বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও যুবদল নেতা আশরাফুল আলমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, আব্দুল মহিত তালুকদার, আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম, আখতারুজ্জামান তুহিন, ইউনুস আলী মহলদার মানিক, আবু রায়হান টিটু, মনোয়ার হোসেন, মহসিন আলী, লুৎফর রহমান দুদু, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, ও মোয়াজ্জিম হোসেন, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেএম খাইরুল ইসলাম, এড. আতাউর রহমান খান মুক্তা প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS