ভিডিও

হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ০২:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : দুর্গাপূজার ছুটি শেষে ছয়দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) একদিনেই বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ১ হাজার ৭৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ১৪ থেকে ১৬ টাকা। 

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ৬ দিন বন্ধের পর গতকাল মঙ্গলবার থেকে পুনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনের মতো আমদানি অব্যাহত রয়েছে। বন্দর দিয়ে ইন্দোর ও সাউথ জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাম কমে এসেছে। বন্ধের আগে বন্দরে প্রতিকেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৯৬ থেকে ৯৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৮১ টাকায় বিক্রি হচ্ছে। সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৩ টাকা দরে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS