ভিডিও

চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটে গাড়ির অপ্রতুলতায় ৩টি ফেরি চালু

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ১১:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   ঘূর্ণিঝড় দানার কোনো প্রভাব পড়েনি চাঁদপুর থেকে শরিয়তপুর নৌ রুটের ফেরি চলাচলে। তবে এখানে গাড়ি সংকটের কারণে রোস্টার করে চলছে তিনটি ফেরি ।


শুক্রবার (২৫ অক্টোবর)  সকালে এ তথ্য জানান বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

তিনি বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাব না পড়ায় আমরা ফেরি বন্ধ রাখিনি। তবে গাড়ি সংকট। তাই আমাদের মোট ৬টি কে-টাইপ ফেরি চলাচল করলেও ৩টা ৩টা করে রোস্টার করে ফেরি ছাড়ছি। অর্থাৎ আজ ৩টা চলবে এবং পরের দিন বাকি ৩টা চলবে।

ফয়সাল আলম চৌধুরী আরও বলেন, গাড়ি হলেই ফেরি ছেড়ে দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্টসংখ্যক গাড়ির জন্য হয়তো কিছুটা সময় যাত্রী পারাপারে বিলম্ব হয়। তবে এখানে ফেরি কর্তৃপক্ষের কোনো দায় নেই এটা যাত্রীদের বুঝে নিতে হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS