ভিডিও

লালমনিরহাটে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১১:২০ রাত
আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১২:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমান আলী ও রবিউল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিনদিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন দিপালীর দেবর নির্মল দেব সিংহ। তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার (২৮ অক্টোবর) রায় দেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS