ভিডিও

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১১:০০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে শুন্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশী মারা যান। পরবর্তীতে উক্ত পদটি শুন্য ঘোষণা করা হয়। এ অবস্থায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে উক্ত শুন্য পদে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এসএমএ মঈন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই উল্লেখিত ৩ জনকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়। এছাড়াও তারা দলীয় সমর্থন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন। ভোটারদের সাথে শুরু করেছেন যোগাযোগ। বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহণ করছেন। উল্লেখিত ৩ জন প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS