ভিডিও

ঝিনাইদহে ভালোবাসা দিবসে ব্যাতিক্রমী বিয়ে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৭:২৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঝিনাইদহ প্রতিনিধি : আদালতের গারদখানা থেকে বর বের হচ্ছেন। হাতে হ্যান্ডকাফ, সাথে পুলিশ। বাইরে অপেক্ষা করছে কনেসহ পরিবারের সদস্যরা। পরে আদালতের ক্যান্টিনে বসে আইনজীবী, পুলিশ, আদালতের প্রতিনিধির উপস্থিতিতে বিয়ে হয়। বিয়ে শেষে মিষ্টিও বিতরণ করা হয় উপস্থিতিদের মাঝে। ভালোবাসা দিবসে ব্যতিক্রমি এমন বিয়ে হলো ঝিনাইদহ আদালত চত্বরে। স্কুলছাত্রীকে অপহরণ মামলায় জামিন পেতে এমন বিয়ে হয়েছে আদালতে। তবে বিয়েতে অনেক খুশি বর-কনেসহ পরিবারের সদস্যরা।

আদালত থেকে জানা যায়, মহেশপুর উপজেলার জুকা গ্রামে আত্মীয় বাড়িতে আসা যাওয়ার সুত্র ধরে ওই গ্রামের স্কুলছাত্রী জেসমিন খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শবর্তী গোপালপুর গ্রামের যুবক জুবায়ের হোসেনের। কয়েক মাস তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ চলে। জানাজানি হওয়ার পর পরিবার থেকে মেনে না নেওয়ায় গত বছরের ১৭ ডিসেম্বর জেসমিনকে নিয়ে পালিয়ে বিয়ে করে জুবায়ের। এ ঘটনায় ২৪ ডিসেম্বর জেসমিনের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় জুবায়েরসহ ৪ জনের নামে অপহরণ মামলা করে। এ মামলায় ওইদিনই জুবায়েরকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে কারাগারে ছিলো জুবায়ের। বিষয়টি নিয়ে উভয় পরিবার মিমাংসা করে গতকাল বুধবার আদালতে জামিন আবেদন করেন। ঝিনাইদহের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদৌলা ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করলে জামিন দেওয়া হবে শর্ত দেন। সেই শর্তে রাজি হয়ে আদালতেই বিয়ে হয় জুবায়ের ও জেসমিনে। বিয়েতে খুশি বর ও কনের পরিবার। তাদের দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সকলের সাথে দোয়া কামনা করেছেন তারা।

বর জুবায়ের হোসেন বলেন, ভালোবাসা দিবসে আমার প্রিয় মানুষটাকে পেয়েছি এতে আমি খুব খুশি। ২ মাস জেল খাটার পর তাকে পেলাম। আপনারা আমাদের দুই জন্য দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।

জুবায়ের হোসেনের পিতা জাহাঙ্গীর আলম বলেন, আদালতে ছেলে বিয়ে হলো। তাকে কি? আমরা খুশি। এখন ওদের বাড়িতে নিয়ে যেতে পারব। দোয়া করি ওরা যেন সুখী হয়।

মামলার আসামি পক্ষের আইনজীবী এড.ইশারত হোসেন খোকন বলেন, আদালতের নির্দেশে ৫ লাখ টাকা কাবিনে উভয় পক্ষের উপস্থিতিতে বিয়ে হয়েছে। একটি একটি ব্যতিক্রমী ঘটনা। এমন বিয়েতে ও আদালতের সিন্ধান্তে আমরা খুশি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS