চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আগুন কেড়ে নিলো মজিবরের শেষ সম্বল। চোখের সামনে শেষ হয়ে গেলো তার সব স্বপ্ন। খামারে রাখা মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে মারা গেছে তার ৩টি গরু। গতকাল সোমবার ভোররাতে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
গাভীর দুধ বিক্রি করেই চলতো দরিদ্র খামারি মজিবর রহমানের সংসার। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে করেছিলেন গাভীর খামার। এখান থেকেই সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছিলেন তিনি। গরু বাঁচাতে গিয়ে আহত হন খামারি মজিবর রহমান।
এছাড়া আরও ৩টি গরু ও ২টি ছাগল দগ্ধ হয়েছে। এতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।