এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে মো. রুবেল (২৪) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে কম্পিউটারের দোকানের গিয়ে অনিয়ম দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
নকল সরবরাহের অভিযোগে দন্ডপ্রাপ্ত রুবেল এসবিএম কলেজের আইসিটি ল্যাব সহকারী হিসেবে কর্মরত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন ও অফিস সহকারী মনিরুল ইসলামসহ আনসার সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।