ভিডিও

সারিয়াকান্দিতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট: মার্চ ১৩, ২০২৪, ০৪:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির ফসলের মাঠ এখন বোরোধানের সবুজ পাতায় ছেয়ে গেছে। পুরো মাঠজুরে এখন সবুজের সমারোহ। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গত বছরগুলোর ন্যায় এ বছরও সারিয়াকান্দিতে বোরোধানের আবাদ বেশ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

আমাদের কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের বোরোধান চাষে প্রয়োজনীয় পরামর্শ দেয়া অব্যাহত রেখেছেন। সারিয়াকান্দি কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এ উপজেলায় ১৪৫৫০ হেক্টর জমিতে বোরোধান উৎপন্ন হয়েছিল। উৎপাদন হয়েছিল ৪৫৫৬০ মেট্রিক টন ধান। এ বছর বোরোধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৪৫৫০ হেক্টর। যা ১৪৪১০ হেক্টর জমিতে উৎপন্ন হয়েছে।

উপজেলায় গত কয়েকদিন আগে জমিতে রোপণ করা বোরোধানের চারাগুলো এখন বেশ বড় হয়েছে। বোরোধানের প্রতিটি থোপে অসংখ্য নতুন চারাগাছ বের হয়েছে এবং সেগুলোর পাতায় ছেয়ে গেছে কৃষকের পুরো জমি। এমন চিত্র উপজেলার সারা মাঠজুরে। পুরো উপজেলার ফসলের মাঠেই এখন সবুজের সমারোহ। ধানের সবুজ পাতাগুলো বসন্তের হিমেল হাওয়ায় দোল খাচ্ছে।

সবুজ পাতার ওপর এখনো সকালের শিশির জমে বিন্দু বিন্দু। সেই শিশিরের ওপর যখন রোদের কিরণ পরে তখন তা মুক্তার দানার মতো জ্বলজ্বল করে। এ যেন এক অপরুপ সৌন্দর্য্য। কোথাও সবুজ ক্ষেতে কৃষক এবং দিন মজুররা সারিবদ্ধভাবে বোরোধানের ক্ষেত নিরানি দিতে এবং আগাছা তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ভালো ফলন পেতে বোরোধানের ক্ষেতে পানি সরবরাহ চালু রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস।

খোঁজ নিয়ে জানা গেছে, চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চালু করায় এ উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, সারিয়াকান্দি সদর, কর্ণিবাড়ী এবং বোহাইল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলেও বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনের সহায়তায় কৃষকরা একসময়ের উত্তপ্ত বালুচরেও বোরোধানের চাষ করেছেন। সেখানেও ভালো ফলনের আশা করছেন কৃষক।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, গত কয়েকদিন আগে লাগানো বোরোধানের গাছগুলো এখন বেশ বড় হয়েছে। পুরো জমি বোরোধানে ছেয়ে গেছে। ধানগাছগুলো এখন গাম্বুরি হওয়া শুরু করেছে। আশা করা যাচ্ছে আর কয়েকদিন পরেই ধানগাছে শীষ বের হওয়া শুরু করবে। প্রতিবছর আমি ৪ বিঘা জমিতে বোরোধান রোপণ করি। আশা করা যাচ্ছে এ বছর ফলন মোটামুটি ভালোই হবে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শফি আহমেদ বলেন, বোরোধানের ভালো ফলনের লক্ষ্যে এ উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সবসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS