ভিডিও

সিরাজগঞ্জে স্টেশনে প্রতিবন্ধী জন্ম দিল কন্যা সন্তান

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আপডেট: মার্চ ১৯, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়া এক মানসিক প্রতিবন্ধী (৩০) কন্যা সন্তানের জন্ম দিয়েছে। গত সোমবার রাতে সে এই সন্তানের জন্ম দেয়। তবে তার স্বামী না থাকায় জন্ম নেয়া সন্তানের পিতৃ পরিচয় জানা যায়নি।

দীর্ঘ চার বছর ধরে সে রেল স্টেশনে ঝুপড়ি ঘরে বসবাস করে আসছে। প্রতিবন্ধী জেলার তাড়াশ উপজেলার রানিরহাট ইউনিয়নের মেয়ে বলে জানা গেছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম জানান, গত সেমবার রাতে কিছু লোক প্রসব ব্যথা অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসে। নার্সদের সহযোগিতায় নরমাল ডেলিভারির মাধ্যমে সে কন্যা সন্তানের জন্ম দেয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, মা-সন্তান দু’জনেই এখন সুস্থ আছেন। যেহেতু বাচ্চাটির মা মানসিক প্রতিবন্ধী তাই অনেকেই তাকে দত্তক নিতে আবেদন করছেন। আমরা বোর্ড বসিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS