ভিডিও

পাঁচবিবিতে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বারসহ চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৯:৩০ রাত
আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ০৯:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : সীমান্ত পথে ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি সোনার বারসহ একজন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন এর হাটখোলা বিজিবি সদস্যরা।

গ্রেফতারকৃত চোরাকারবারি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে মিনহাজুল ইসলাম (৪৫)। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, জব্দকৃত ১৬টি স্বর্ণের বার এর ওজন ১ কেজি ৬৫০ গ্রাম,  যার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সোনা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে।

এসময় ১৬টি সোনার বারসহ মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS