ভিডিও

ময়মনসিংহে কার্ভাডভ্যান উল্টে ২ জন নিহত 

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট: জুন ১৫, ২০২৪, ০১:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবার ক্লাবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক ত্রিশাল উপজেলার আমির উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪০)। তবে নিহত যাত্রীর পরিচয় এখনও মেলেনি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় ঢাকা যেতে রাস্তার বাম সাইডের লেনে কাজ চলছে। এ কারণে ডান সাইডের লেন দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছিল। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা সংষ্কার চলা সড়কটি পার হয়ে অন্য লেনে যাওয়ার সময় ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাভার্ডভ্যান উল্টে অটোরিকশাটির ওপর পড়ে। এতে অটোরিকশাটি ধুমরে মুচরে ঘটনাস্থলেই চালক ও যাত্রী উভয়েই ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাভার্ডভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS