ভিডিও

খাগড়াছড়িতে ডিসি পার্কে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ১১:৫৯ রাত
আপডেট: জুন ১৭, ২০২৪, ১১:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্কের লেকে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার পার্কের লেকে এ ঘটনা ঘটে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 

নিহত পর্যটক ইসরাফিল মানিকছড়ি গুচ্ছগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা গেছে, সোমবার দুপুরে মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার পার্কের লেকে নামে নিহত ইসরাফিলসহ তিনজন। একপর্যায়ে কায়াকিং (বোট) ভিড়িয়ে লেকের পারে নামে ইসরাফিল। এরপর লাফ দিয়ে বোটে ওঠার সময় বোটটি উল্টে যায়। এতে ইসরাফিল সাঁতার না জানায় পানিতে ঢুবে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পানির নিচ থেকে উঠিয়ে মানিকছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, পরিবারের সম্মতিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS