ভিডিও

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মৎস্য ব্যবসায়ী নিহত

প্রকাশিত: জুলাই ০৫, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট: জুলাই ০৬, ২০২৪, ১০:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

কক্সবাজারের দরিয়ানগরে হাতির আক্রমণে মনির আলম নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দরিয়ানগর সৈকতের হিমছড়িসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে একটি হাতি। বিভিন্ন সময় খাবারের সন্ধানে ক্ষেত খামারে হামলাও চালিয়েছে হাতিটি।

বৃহস্পতিবার রাতে মাছ বিক্রি করে বাসায় ফেরার পথে দরিয়ানগর ভেটেরেনারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে কবরস্থানের পাশে হাতির কবলে পড়ে। এ সময় তাকে পায়ে পিষ্ট করে ও গাছে ধাক্কা দিয়ে আহত করে হাতিটি। পরে হাতিটি পালিয়ে যাওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে দরিয়ানগর এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, খাবারের সন্ধানে দীর্ঘদিন ধরে হাতিটি লোকালয়ে হানা দিলেও বনবিভাগ কোন ধরনের পদক্ষেপ নেয়নি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS