ভিডিও

মজু চৌধুরীর হাটে আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান 

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট: জুলাই ১১, ২০২৪, ১২:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেনি। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুই ব্যবসায়ী বলেন, কল দেওয়ার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তারা সময়মতো এলে ৫-৬টির বেশি দোকান পুড়তো না।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা ৬টা ২০ মিনিটে কল পেয়েছি। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS