ভিডিও

দিয়াবাড়ি বিআরটিএ’র ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট: জুলাই ১১, ২০২৪, ০২:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা দিয়াবাড়ির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এই অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এ অভিযান চালান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— জনি চৌধুরী (৩০), মো. সালেহ আকরাম (৪২), আবু বক্কর (১৯) ও রিয়াজ হোসেন (২৪)। এর মধ্যে রিয়াজকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং তিন জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, ‘বিআরটিএ’র ওই কার্যালয়ে দালালদের উৎপাতে গ্রাহকরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালালদের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান চলমান। তবে দালালচক্র থেকে সাবধান থাকতে হবে গ্রাহকদের। তাদের সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরদের সঙ্গে যোগাযোগ করতে হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS