ভিডিও

বগুড়ার দুপচাঁচিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সাতটি দোকানের জরিমানা

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৮:১৫ রাত
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০৮:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধসহ স্যাম্পল রাখায় সাতটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করেছে। আজ সোমবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও জান্নাত আরা তিথি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত উপজেলা হাসপাতাল রোড সংলগ্ন বিভিন্ন ওষুদের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল রাখার অপরাধে আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক তোতার মালিকানাধীন মেসার্স তোতা মেডিকেল স্টোরের ১০ হাজার টাকা, রাজু আহম্মেদের মালিকানাধীন মাহিন ফার্মেসীকে ৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের মালিকানাধীন রিপন ফার্মেসীর ৫ হাজার টাকা, নজরুল ইসলামের মালিকানাধীন মৌসুমি ফার্মেসীর ৫ হাজার টাকা, মতিউর রহমানের মালিকানাধীন সেতু ফার্মেসীর ৫ হাজার টাকা, গোলাম মোস্তফার মালিকানাধীন আর এস উত্তরা ফার্মেসীর ২ হাজার টাকা, জনি সাহার মালিকানাধীন তমা ফার্মেসীর ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি জানান, মানুষের জীবন রক্ষাকারী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS