ভিডিও

বগুড়ায় কারফিউয়ের মেয়াদ আরও চারঘন্টা কমলো

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০৯:৫৮ রাত
আপডেট: জুলাই ২৬, ২০২৪, ০২:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কারফিউয়ের মেয়াদ আরও চারঘন্টা কমানো হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস জানিয়েছেন আগামীকাল (২৬ জুলাই) ৬টা থেকে রাত ১০ পর্যন্ত কারফিউ থাকবে না। এর আগে গতকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

আজ বগুড়ায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কোটা সংস্কার আন্দোলনের জের ধরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতাকালে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসমূহ পরিদর্শনে এসে বগুড়ার বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসময় বগুড়ার পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এরপরই জেলা ম্যাজিস্ট্রেট বগুড়ায় কারফিউ শিথিল করার ঘোষণা করেন ।

প্রকাশ থাকে যে, কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এরপর পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে কারফিউয়ের মেয়াদও কমতে থাকে।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS