ভিডিও

প্রচন্ড গরমে অস্থির শিশুরা ঝুঁকছে আইসক্রিমে

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট: জুলাই ২৭, ২০২৪, ০৭:২২ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গত কয়েকদিন ধরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অব্যাহত রয়েছে প্রখর রোদ আর ভ্যাপসা গরম। তীব্র এই গরমে অতিষ্ঠ জনজীবন। এরই সুযোগে গ্রামাঞ্চলে ভ্রাম্যমাণভাবে বিক্রি হচ্ছে আইসক্রিম। আর দাবদাহে সাময়িক তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণ জুড়ানোর চেষ্টা করছে।

গতকাল শনিবার দুপুরে গাইবান্ধার নিভৃত গ্রামাঞ্চলে দেখা যায়, গরমের ফাঁদে পরা মানুষের হাঁসফাঁসের চিত্র। এসময় আইসক্রিম বিক্রেতার মাইকের শব্দে ছুটাছুটি করছিল একদল শিশু। এরা বাবা-মায়ের কাছে টাকা-পয়সা নিয়ে কিনে খাচ্ছিলো আইসক্রিম।

সাদুল্লাপুর উপজেলায় চারদিন ধরে প্রখর রোদের ঝলকানি রয়েছে। আর এই রোদে পুড়ছে কৃষকের মাঠসহ বাসা বাড়ি ও পথঘাট। দেখা নেই বৃষ্টির। যার ফলে বেড়েছে দাবদাহ। অসহনীয় গরমে মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে।

সেইসাথে শিশুদের নিয়ে পড়েছে বিপাকে। মাঝে মাঝে বিদ্যুতের লোডশেডিংয়ে হাপিয়ে উঠছেন তারা। ফলে মানুষদের বেড়েছে রোগবালাই। অনেকের ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশি, মাথাব্যাথা ও নানা রোগের আক্রান্ত হচ্ছেন। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এক পশলা বৃষ্টির প্রার্থনা করছে।

বুজরুক রসুলপুর গ্রামে আসা ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা খবির উদ্দিন বলেন, গরম পড়লেই ভ্যানে বাক্স ভর্তি আইসক্রিম নিয়ে গ্রাম-গ্রামে বিক্রি করি। যা শিশুসহ সব বয়সের মানুষের তৃষ্ণাপূরণের উপযোগী। সম্প্রতি তাপপ্রবাহে শিশুরা আইসক্রিম খাচ্ছে বেশি।

ময়নুল ইসলাম নামের এক কনফেকশনারী দোকানি বলেন, দাবদাহের কারণে ব্যবসা বেড়েছে দোকানে। ফ্রিজে রাখা পানীয়, আইসক্রিম, দই, শরবত ও ইত্যাদি জাতীয় ঠান্ডা খাবার কিনতে ভিড় করছে গরমের কবলে পড়া মানুষেরা।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাহীনুল ইসলাম মন্ডল জানান, গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপদাহে শিশু, বৃদ্ধ খুব জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS