ভিডিও

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনার তিনদিনেও মামলা হয়নি

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ১১:২৬ রাত
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ১১:২৬ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধু (২১) কে ধর্ষনের চেষ্টা করার অভিযোগে রবিন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করার তিন দিন অতিবাহিত হলেও ঘটনা তদন্ত কিংবা মামলা রেকর্ডভুক্ত করা হয়নি।

এদিকে ধর্ষনের চেষ্টার শিকার ওই গৃহবধু নিরাপত্তাহীন হয়ে লোকলজ্জায় পিত্রালয়ে আশ্রয় নিয়েছেন বলে তার স্বামী অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে গত ৩১ জুন রাত ১০টায় আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুর গ্রামে। রবিন ওই গ্রামের নিপুল হোসেনের ছেলে ও ট্রাক ড্রাইভার বলে জানা গেছে।

আদমদীঘির ডহরপুর গ্রামের ওই গৃহবধুর থানায় লিখিত দায়ের করা এজাহার সুত্রে জানাযায়, তার স্বামী একজন গৃহ নির্মান শ্রমিক। তার ৪ বছরের এক শিশু সন্তানকে নিয়ে একা বাড়িতে থাকতেন।  তাকে পাশের বাড়ির রবিন নামের ওই যুবক প্রায় উত্যক্ত করতো। গত ৬ মাস পুর্বে গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রবিন বাড়িতে ঢুকে কুপ্রস্তাব দেয়।

রাজি না হওয়ায় সে নানা হুমকি দিয়ে চলে যায়। ঘটনাটি গৃহবধু তার স্বামীসহ পরশিদের জানান হয়। এরপর থেকে রবিন আরো বেপরোয়া হয়ে বাড়ির পাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে ধর্ষন করার পায়তার করে। এমতাবস্থায় গত ৩১ জুন রাতে গৃহবধুরর স্বামী কর্মস্থল থেকে আসতে দেরী হওয়ায় গৃহবধু রাতে সংসারের কাজ করার সময় রবিন নামের ওই যুবক কৌশলে তার শয়ন ঘরে ঢুকে লুকে থাকে।

রাত ১০ টায় শয়ন ঘরে খাবার খেতে বসলে রবিন হটাৎ ঘর থেকে বের হয়ে ওই গৃহবধুকে ঝাপটে ধরে জোরপুর্বক পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে।

এসময় গৃহবধু রবিনকে ধাক্কা দিয়ে চিৎকার করলে পড়শিরা এগিয়ে এলে রবিন পালিয়ে যায়। ঘটনার পরদিন ১ জুলাই ওই গৃহবধু বাদি হয়ে রবিনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় লিখিত এজাহার দাখিল করেন।

কিন্তু তিন দিন অতিবাহিত হলেও অদ্যইদ কোন তদন্ত কিংবা মামলা রেকর্ডভুক্ত করা হয়নি। বাদিনীর স্বামীর অভিযোগ রবিনসহ তার পরিবারের লোকজন নানা হুমকি ও লোকলজ্জায় তার স্ত্রীকে পিত্রালয় দুপচাঁচিয়ায় থাকতে হচ্ছে।

রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বাদিনীর লিখিত এজাহার পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS