ভিডিও

নাটোরের বাগাতিপাড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ১১:১৯ রাত
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ১১:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : এক দফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাকে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ গেট এলাকায় কর্মসূচি পালন করে।

শুরুতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা স্যাপার কলেজ গেটের সামনে মিলিত হয়ে এক বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পার্শ্ববর্তী ধুপইল বাজার হয়ে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গেট সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ গেটের সামনে দয়ারামপুর বাজারের সড়কের তিনমাথা মোড়ে অবস্থান করে।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচির পর আগামীকাল সোমবার আবারও একইস্থানে কর্মসূচি পালনের ঘোষণা এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মসূচি শেষ করে।

এদিকে স্থানীয়রা জানান, বিক্ষোভ চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একইস্থানে অবস্থান করেন।

এব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান বলেন, প্রায় ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা কর্মসূিচ পালন করেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS