ভিডিও

ভারতের আধিপত্যের বিরুদ্ধে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ভারতের আধিপত্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) শিক্ষার্থী ও জেলার সাধারণ শিক্ষার্থীরা প্রেস ক্লাব সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন চলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী মো. হেদায়েত হোসেন, তাজওয়াল মাজেদ, আনিকা আঞ্জুম, সাইদুল আলম কাফি প্রমুখ। এসময় মো. হেদায়েত হোসেন ভারতীয় হাইকমিশনারের মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, পানিসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে ভারত।

ফলে বন্যায় লাখ লাখ মানুষ নি:স্ব হয়ে পড়ছে। সম্পদের প্রচুর ক্ষতি হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। যতদিন পর্যন্ত ভারতের এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এসময় তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS