ভিডিও

চিকিৎসায় অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট: আগস্ট ৩০, ২০২৪, ০৪:০৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  শরীয়তপুরের ডামুড্যায় চিকিৎসায় অবহেলায় মা ও নবজাতকের মৃত্য হয়েছে। ‘হ্যাপি ক্লিনিক’ নামে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার  ঘটনায় ওই ক্লিনিকে ভাঙচুর করেছে নিহতের স্বজনেরা। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।

রোগীর স্বজনেরা জানান, বুধবার মধ্যরাতে প্রসব বেদনা উঠে পূর্ব ডামুড্যার আনোয়ার হোসেনের স্ত্রী আকলিমা বেগমের। পরে তাকে ডামুড্যা বাজার এলাকার হ্যাপি ক্লিনিকে নিয়ে আসা হয়। সে সময় হাসপাতালটিতে কোনো চিকিৎসক না থাকলেও সিনিয়র নার্স সোহানা রোগীকে ভর্তি করেন। বৃহস্পতিবার ভোরে একটি ছেলে সন্তানের জন্ম দেন আকলিমা। জন্মের কিছুক্ষণ পর নবজাতক অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে প্রসূতি মায়ের শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। একপর্যায়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নবজাতক ও রাতে মায়ের মৃত্যু হয়।

আকলিমার ভাই কাউছার অভিযোগ করে বলেন, ‘হ্যাপি ক্লিনিক হাসপাতালে কোনো চিকিৎসক না থাকলেও তারা রোগীকে ভর্তি নিয়েছে। পরে নার্সের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। অবস্থা খারাপ হয়ে গেলে বোন ও ভাগিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এসব হয়েছে। আমরা বিচার চাই।’

হ্যাপি ক্লিনিকের পরিচালক আব্দুর সত্তার বলেন, ‘রোগী ভর্তির বিষয়ে সিনিয়র নার্স সোহানা আমাদের কিছু জানায়নি। সকালে বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে আমাদের জানানো হয়। পরে মা ও নবজাতককে ঢাকায় পাঠানো হয়।’

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS