ভিডিও

একই অনুষ্ঠানে হোমায়রা, দিঠি ও পুতুল...

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০৬:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র কন্যা সঙ্গীতশিল্পী হোমায়রা বশির, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি আনোয়ার ও প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা পুতুল একই অনুষ্ঠানে অংশগ্রহন করে আড্ডায় মেতে উঠেছিলেন।

পূণম প্রিয়মের উপস্থাপনায় তারা তিনজন এবারই প্রথম একই অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহন করেছেন। গেলো সোমবার ‘রূপান্তর’ অনুষ্ঠানের তাদের পর্বটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। হোময়রা বশির বলেন,‘ পূণম প্রিয়ম আপার নিমন্ত্রণে এই অনুষ্ঠানে এর আগেও আমি অংশগ্রহন করেছিলাম। যদি ভুল না হয়ে থাকে তাহলে এবারই প্রথম আমি দিঠি ও পুতুল একসঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছি। রূপান্তর অনুষ্ঠানে সাধারণত আমরা নিজেদের কথাই বলি। বর্তমানের কথা, অতীতের কথা আর ভবিষ্যতের পরিকল্পনার কথাই উঠে আসে। গল্প আড্ডায় বেশ জমে উঠে অনুষ্ঠানটি। যেহেতু অনুষ্ঠানে প্রিয় দিঠি ও পুতুলও ছিলো। তাই অনেক বেশি প্রাণবন্ত আড্ডা হয়েছে। আমার বিশ্বাস এই পর্বটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

দিঠি বলেন,‘ পূণম আপা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। দীর্ঘদিন ধরেই তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত করে আসছেন। অনুষ্ঠানকে ঘিরে তার শ্রম, ধৈর্য্য আমাকে মুগ্ধ করে। পূণম আপা ভীষণ প্রাণবন্ত একজন মানুষ। যে কারণে তিনি যখনই এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ডাক দেন চেষ্টা করি অশংগ্রহন করতে। হোমায়রা আপা, পুতুল’সহ আরো যারা এই আয়োজহনে আড্ডায় অংশ নিয়েছেন আমরা সময়টাকে ভীষণ উপভোগ করেছি।  ধন্যবাদ পূণম আপাকে।’

পুতুল বলেন,‘ এবারের আয়োজনে যারা অংশগ্রহন করেছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট আমি। সবাই আমাকে ভীষণ স্নেহ করেন। আমিও সবাইকে ভীষণ শ্রদ্ধা করি ভালোবাসি। হোমায়রা আপা, দিঠি আপাতে পরিবারের মানুষের মতোই। হোমায়রা আপার বাবা যেমন এদেশের একজন অত্যন্ত গুনী শিল্পী, অনুরূপভাবে দিঠি আপার বাবাও এদেশের একজন প্রখ্যাত গীতিকার। দু’জনকে নিয়ে আমরা গর্বিত, এই দেশ গর্বিত। তাদের অবদানেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে। তাদের অবদানের কথাও নানানভাবে আমাদের চলার পথে স্মরণ করতে হবে। আশা করছি অনুষ্ঠানটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

‘রূপান্তর’র তাদের নিয়ে এই পর্বটি শিগগিরই চ্যানেলে আইতে প্রচার হবে। এদিকে কিছুদিন আগেই হোময়রা বশির ও দিঠি আনোয়ার ‘ক্রিস্টান কমিউনিটি কালচারাল প্রোগাম’-এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে পুতুল নিয়মিত তার ‘পুতুল ঘরে আত্নকথন’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS