ভিডিও

ক্ষমা চাইলেন কোকাকোলা বিজ্ঞাপনের শিমুল শর্মা

ক্ষমা চাইলেন কোকাকোলা বিজ্ঞাপনের শিমুল শর্মা

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৫:১৫ সকাল
আপডেট: জুন ১৫, ২০২৪, ০২:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শিমুল শর্মা। বিজ্ঞাপনে কাজ করার বিষয়টিকে তিনি ‌‘ভুল’ বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও সতর্কভাবে কাজ করার কথা জানিয়েছেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক আলাচারিতায় শিমুল বলেন, আমি অবশ্যই বলবো বিষয়টি আমার জন্য খুবই শিক্ষণীয়। কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমি ভুল করেছি, এর থেকে পাওয়া শিক্ষা আমি কাজে লাগিয়ে ভবিষ্যতের কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করবো।

এ সময় তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টের মাধ্যমে আমার অবস্থান দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এখন শুধু বলবো সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি আরও ভালো কাজ করতে পারি।

একই অনুষ্ঠানে পরিচালক কাজল আরেফিন অমি তার ঈদের নাটক ‘ফিমেল ফোর’র জন্য দোয়া চান।

তিনি বলেন, আমি আশা করবো আমাদের নাটক কেউ বয়কট করবেন না। কারণ যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক উঠেছে কোনোভাবেই আমি তার সঙ্গে সম্পৃক্ত নই। বরং আমি পরিশ্রম করে কাজ করেছি। আমি বিশ্বাস করি পরিশ্রমের মূল্য আমি পাবো। আর আমি কখনো দুঃখ প্রকাশ করে কোনো পোস্ট দেয়নি, কারণ আমি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত ছিলাম না।

সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপন নিয়ে অনলাইন ও অফলাইনে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে পরবর্তী সময়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে চলে আলোচনা-সমালোচনা। এর প্রেক্ষিতে ওই দুই অভিনেতা দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। পাশাপাশি পরিচালক অমিও ফেসবুক পোস্টের মাধ্যমে বিজ্ঞাপনের সঙ্গে নিজের কোনো সম্পৃক্তা নেই বলে জানিয়ে ফিমেল ফোরসহ অন্য নাটক দেখার জন্য দর্শকদের অনুরোধ জানান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS