ভিডিও

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক অর্জন করলেন ইয়াং গ্লোবাল চেঞ্জার রিকাপলিং অ্যাওয়ার্ড-2024

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ০২:০৯ দুপুর
আপডেট: মে ০৮, ২০২৪, ০২:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পলিসি ফোরামের গ্লোবাল সলিউশনস সামিটে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ‘নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সম্পৃক্তকরণ প্রকল্প’ নগর উন্নয়ন কার্যক্রমের উপর সারা বিশ্বের ৭০০টি আইডিয়ার মধ্য থেকে বাংলাদেশের এই প্রকল্পটিকে পুরস্কৃত করা হয়েছে। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএন ডেমোক্রেসি ফান্ডের অর্থায়নে এবং ইউএন হাবিটেটের কারিগরি সহায়তায় সিরাক-বাংলাদেশ এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এই প্রকল্পটি তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ সেবার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের চারটি সিটি করপোরেশনে (ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও নারায়নগঞ্জ) কাজ করছে। তরুণ জনগোষ্ঠীর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রত্যেক সিটিতে ২০ জন নগর যুব কাউন্সিলর, নগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রণের মাধ্যমে তাদের মতামত ও চাওয়া পাওয়া সিটি করপোরেশনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে পারবেন। টেকসই উন্নয়ন ও তরুণদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এই প্রকল্পের কার্যক্রমগুলো উপযুক্ত ভূমিকা রাখবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS