ভিডিও

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯ম সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: জুন ০৪, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট: জুন ০৪, ২০২৪, ০৬:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,  ট্রাস্টের অন্যতম সদস্য জনাব মোহাম্মাদ আলী দ্বীন এবং কামরুন রহমান খান। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, উপাচার্য কর্তৃক মনোনীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন, কলা ও সমাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান। উপস্থিত ছিলেন ইউজিসি কর্তৃক মনোনীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। সভা সঞ্চালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।
সভায় বিগত ৮ম সিন্ডিকেট সভার কার্যবিবরণী পেশ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়। সভায় একাডেমিক ও প্রশাসনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও উন্নয়ন কাজের অগ্রগতি উপস্থাপন করেন এবং ক্যাম্পাসের বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করেন। এসময় সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। সভায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে যেন সকলের অনুপ্রেরণা থেকে কাজ করে যেতে পারে সে বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলেন। 
এছাড়াও সভায় শিক্ষার্থীদের মাঝে অধিক শিক্ষাবৃত্তি দেয়ায় সিন্ডিকেট সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ, স্থায়ীকরণ ও পদোন্নতির সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। সভায় সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. সাইদুর রহমান খানের শারীরিক সুস্থতা কামনা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS