ভিডিও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়-কে সনদপত্র প্রদান

প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট: জুন ২৭, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

গত ২৬/০৬/২০২৪ তারিখ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দপ্তরে এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়-কে সনদপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman)। এছাড়া উপস্থিত ছিলেন বেবিচকের  সদস্যবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার। বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান-এর নিকট হতে এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন-এর সনদপত্র গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। সনদপত্র প্রাপ্তির পর মাননীয় উপাচার্য বলেন, এই সার্টিফিকেশনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদেরকে বিশ্বমানের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ প্রদানের আওতায় আসলো। বিশ্ববিদ্যালয়কে এরূপ একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি প্রদানের জন্য তিনি বেবিচক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান বলেন যে, উক্ত সার্টিফিকেশনের ফলে এ বিশ্ববিদ্যালয়-এর ছাত্রছাত্রীরা সরাসরি বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অবদান রাখতে পারবে যা, ext Generation & Aviation Professionals Initiative কে বেগবান করবে। ফলশ্রুতিতে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হবে। তিনি আরও বলেন, বেসামরিক বিমান চলাচল যেহেতু একটি প্রযুক্তি নির্ভর শিল্প, সেহেতু বিশ্ববিদ্যালয়কে সর্বশেষ উদ্ভাবনীর প্রতি লক্ষ্য রেখে তাদের পাঠ্যক্রম ও মডিউলকে সবসময় যুগোপযোগী রাখতে হবে। শুধু তাই নয়, সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি Continuous compliance এর আওতায় বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত মানদন্ড বজায় রাখার  ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ প্রদান করেন। একটি এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার প্রশিক্ষনের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। বেবিচক কর্তৃক দেশের চতুর্থ এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি প্রদানের মাধ্যমে, এভিশনের খাতে প্রয়োজনীয় দক্ষ এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার প্রস্তুতের সুযোগ আরো বিস্তৃত হল। এই সনদপত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রের কাতারে প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS