ভিডিও

পানি সম্পদ প্রতিমন্ত্রীর ফেনী জেলার বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ০৬:২৭ বিকাল
আপডেট: জুলাই ০২, ২০২৪, ০৬:২৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

২ জুলাই, ২০২৪ পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বন্যাপ্লাবিত এলাকায় জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন । এ সময় তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহিত মতবিনিময় করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাপাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য  আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, জেলা প্রশাসক, ফেনী মোছাম্মৎ শাহীনা আক্তারসহ বাপাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS