ভিডিও

চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বিসিবির

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এমন সাফল্যের পর তাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে। ’ তখন অবশ্য পরিমাণটা ঘোষণা করেননি ফারুক।

দুই বছর আগেও সাফ জিতেছিল মেয়েরা। তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। তার বোর্ড সেবার ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল। .

এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS