ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কয়েকশ মানুষ ও পুলিশের সংঘর্ষ চলছে।
যাত্রাবাড়ী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। পাশেই আন্দোলনকারীরা হাতে লাঠি নিয়ে পাহারায় রয়েছেন।
বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় গিয়ে দেখা যায়, ওভার ব্রিজের দুপাশেই আগুন জ্বলছে। মহাসড়কের দক্ষিণ পাশে ঢাকায় প্রবেশের অংশে বিপুলসংখ্যক লোকজন অবস্থান নিয়েছেন। তাদের অনেকের হাতেই লাঠি।
এ মহাসড়কের সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রিকশাও চলছে না। সিএনজি অটোরিকশার দেখলেও তেড়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তবে অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।