ভিডিও

পেছাল খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানির তারিখ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ০৮:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৫ আসামির গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।

আজ রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটিতে খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির জন্য ছিল। খালেদা জিয়া অসুস্থ  মর্মে সময় আবেদন করেন আইনজীবীরা। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি পেছানোর আবেদন করেন। তিনি বলেন, সব আসামির পক্ষে শুনানি হয়ে গেছে। আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) এর পক্ষে শুনানি বাকী আছে। আমাদের সময় দিন। এরপর বিচারক ৮ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, মামলাটিতে ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়, যা এখনো চলমান। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদক’র তৎকালীন উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদক’র উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামি ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS