ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আপডেট: অক্টোবর ০৫, ২০২৪, ০৯:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সেনা, বিজিবি ও পুলিশসহ যৌথবাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান শুরু হয়।

অভিযানে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের ওদুদ বিনোদন পার্কের পেছনে একটি আমবাগানে ঘন জঙ্গলের ভেতর একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। পরে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ১৭টি ককটেল পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান বলেন, জানা যায় কিছু দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ককটেলগুলো লুকিয়ে রেখেছিল। ককটেলগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS