ভিডিও

পাবনার সুজানগরে নৌ-পথে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ১০:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের দু’টি নৌ-পথে যাত্রীবাহী খেয়া নৌকায় মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর পদ্মা নৌ-পথে খেয়া নৌকার মাঝিরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।

ভুক্তভোগীরা জানান, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর খেয়া ঘাটের দূরত্ব মাত্র ৬/৭ কিলোমিটার। আগে নৌ-পথে যাত্রীপ্রতি ভাড়া ছিল ৩০ থেকে ৪০ টাকা। কিন্তু বর্তমানে ভাড়া বৃদ্ধি করে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা আর সাতবাড়ীয়া-হাবাসপুর নৌ-পথে নেওয়া হচ্ছে ৫০টাকা।

নৌ-পথে বিকল্প ব্যবস্থা না থাকার সুযোগে খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করছে বলে জানিয়েছেন তারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, খোঁজ-খবর নিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS