ভিডিও

দুর্ঘটনার কবলে পরীর ছেলে, ভর্তি হাসপাতালে

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৫:২৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : আলোচিত নায়িকা পরীমনির ছেলের বয়স দু’বছর হতে চললো। কয়েকদিন আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেন অভিনেত্রী। সেসব ছবিও সমাজিক মাধ্যমে শেয়ার করেন পরী। এরপর নায়িকা নিজের জন্মদিনও উদযাপন করেন ছেলেমেয়েকে নিয়ে। 

এরমধ্যে হঠাৎই দুর্ঘটনার কবলে পরীর ছেলে। বুধবার রাতেই ছেলের আহত হওয়া একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, ‘দুর্ঘটনা’। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি। এই মুহূর্তের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে নায়িকার সন্তান। সূত্রের খবর, অভিনেত্রীর ছেলে পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছে যে চোখ ফুলে প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সারাক্ষণ। তবে আপাতত আগের তুলনায় সুস্থ। 

পরীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পূণ্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কী করে এই দুর্ঘটনা তা নিয়ে কিছুই জানাননি। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরী তার ছেলেকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব মায়ের ওপরই। পূণ্যকে নিয়েই পরী এদিক-সেদিক যান। এমনকী শ্যুটিংয়েও ছেলেকে নিয়ে যেতে ভোলেন না অভিনেত্রী। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার পরই পরীর গোটা জীবনজুড়ে এখন শুধুই পূণ্য। তাই ছেলের কিছু হলে পরী খুব স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েন। এবারও তাই ঘটলো। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS