বিনোদন ডেস্ক : মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে এবার হরিরামপুর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সিংগাইর থানা সদরে গোবিন্দল নতুন বাজারের কাছে হেফাজত ইসলামের হরতাল চলাকালীন চার কর্মী হত্যার ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে গোবিন্দল গ্রামের নিহত নাসির উদ্দিনের ভাই সহিদুল ইসলাম গত ৯ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের বাবা মজনু মোল্লা সিংগাইর থানায় মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার রাতে হরিরামপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলাটি করেন। এ নিয়ে তিনটি মামলা হলো মমতাজ বেগমের বিরুদ্ধে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।