ভিডিও

যৌথ নৌ মহড়া করেছে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৭:১৫ বিকাল
আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ০৯:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

ওমান সাগরে যৌথ নৌ মহড়া করেছে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান।  

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে মহড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-মালকি সংবাদমাধ্যমকে জানান, রয়েল সৌদি নৌ বাহিনী সম্প্রতি ওমান সাগরে ইরানি নৌবাহিনীসহ অন্যান্য দেশের সঙ্গে একটি যৌথ নৌ মহড়া শেষ করেছে।

২০১৬ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকলে চীনের মধ্যস্থতায় গত বছর তেহরান এবং রিয়াদ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করেছে। এই নৌ মহড়া পুনর্মিলন চুক্তিরই সুফল হিসেবে প্রতিয়মাণ হচ্ছে।   

ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানিকে উদ্ধৃত করে জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ লোহিত সাগরে আরও যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে এবং লোহিত সাগরে একটি যৌথ মহড়ার ব্যাপারে আমাদের অনুরোধ করেছে। তবে, আল-মালকি জানিয়েছেন বর্তমানে আর কোনো 
মহড়া তাদের বিবেচনায় নেই।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, রাশিয়া, ওমান এবং সৌদি আরবসহ ছয়টি পর্যবেক্ষক রাষ্ট্রের সঙ্গে উত্তর ভারত মহাসাগরে ‘আইএমইএক্স ২০২৪’ সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে ইরান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS