ভিডিও

পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৩:১৫ দুপুর
আপডেট: আগস্ট ৩০, ২০২৪, ১২:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে দেশটির খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে এই ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে দ্য ডনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ২১৫ মিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ইশকাশিম শহরের ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। খবর বলছে, মারদান, মালাকান্দ, হাঙ্গু, বুনের, শাংলা, দির এবং চরসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরও এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠে। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS