ভিডিও

মালয়েশিয়ায় ফের ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট: মে ১৫, ২০২৪, ০৭:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

মালয়েশিয়ায় আরও ১১ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২শ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর এদের মধ্য থেকে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে ডিরেক্টর আরও বলেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। আটককৃতদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS