স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরু থেকেই অজেয় ছিল আর্সেনাল। অবশেষে গানারদের হারের স্বাদ দিলো বোর্নমাউথ। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১০ জনের আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা উত্তর লন্ডনের ক্লাবটির প্রথম হার।
ম্যাচের শুরু থেকেই সাদামাটা পারফরম্যান্স আর্সেনালের। ৩০ মিনিটে একজনকে হারিয়ে আরও ব্যাকফুটে চলে যায় আর্সেনাল। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসনকে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এরপর আক্রমণে চাপ বাড়ায় বোর্নমাউথ। ৩৬ মিনিটে এগিয়ে যেতে পারতো বোর্নমাউথ, কিন্তু ঘানার ফরোয়ার্ড এন্টোয়ান সেমেনিওরশট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর বোর্নমাউথের আরও বেশ কয়েকটি আক্রমণ আটকে দেয় আর্সেনাল রক্ষণভাগ। ৭০ মিনিটে গোল হজম করে আর্সেনাল। কর্নার থেকে আসা বলে সতীর্থের ব্যাকপাস পেয়ে জোরাল শটে গোল করেন ক্রিস্টি। এর সাত মিনিট পরেই গানারদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্লুইভার্ট। বক্সে এভানিলসনকে আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে জড়ান এই ডাচ ফরোয়ার্ড।এই হারে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে বোর্নমাউথ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।