ভিডিও

অধিনায়ক বিষয়ে সিদ্ধান্ত আজ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:২৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট চলাকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি ি জানিয়েছেন আর অধিনায়কত্ব করতে চান না তিনি। 

ব্যক্তিগত কারণ দেখিয়েই বিসিবি সভাপতির কছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক। বিসিবি’র বর্তমান পরিচালনা পর্ষদ শান্তর অভিপ্রায়কে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। আজ (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বোর্ড সভা ডেকেছে বিসিবি। সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে শান্তর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। যদিও অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে রেখে দেওয়ার পক্ষে পরিচালকরা।

আজকের সভায় সবার চোখ থাকবে অধিনায়কত্বের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়, সে দিকে। শোনা যাচ্ছে, বিসিবি নাজমুল হোসেন শান্তর চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে। সে ক্ষেত্রে চট্টগ্রামে চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচটাই হয়তো শান্তর অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। শান্তকে নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হবেন কে? আলোচনায়, গুঞ্জনে আছে অনেকের নামই। 

চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ মাধ্যমের সামনে এসে নেতৃত্বভার নিতে (অবশ্যই টেস্টে) প্রস্তুত বলে জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম। বিসিবি কী টেস্ট অধিনায়ক হিসেবে তাইজুলকে বেছে নেবে? যদিও ঘরের মাঠ ছাড়া বিদেশের মাটিতে একাদশেও নিয়মিত নন তিনি। সে ক্ষেত্রে ভিন্ন চিন্তাই হয়তো করতে হবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিকে। যে কারণে, ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধেই তুলে দেওয়া হতে পারে নেতৃত্বের দায়িত্ব। আর টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিবেচনায় রয়েছে তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নাম। আবার আলোচনায় রয়েছে লিটন দাসের নামও।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS