ভিডিও

রেমিটেন্স সেবা প্রদানে

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. ও প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

রেমিটেন্স সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে স্বনামধন্য গ্লোবাল রেমিটেন্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডি-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এই চুক্তির আওতায় প্রবাসী বাংলাদেশিরা প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডি’র মাধ্যমে বাংলাদেশে তাদের সুবিধাভোগীদের স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশের যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান এবং প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডি-এর ডিরেক্টর মোহাম্মদ রশীদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ ও রেমিটেন্স ডিপার্টমেন্টের এভিপি জাকারিয়া মাহমুদ এবং প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডি-এর কান্ট্রি হেড (বাংলাদেশ) ফারুক হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নর্বিাহীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS