ভিডিও

রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২৪, ০৬:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

বাংলাদেশের স্বনামখ্যাত প্রতিষ্ঠান রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার কলেজের মিলনায়তনে আলোচনা সভা’র আয়োজন করা হয়।
এতে উপস্থিত বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথ আরও প্রসারিত হবে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস, যা প্রতিবছর ২ এপ্রিল উদযাপিত হয়। এর ধারাবাহিকতায় স্বাস্থ্য ও শিক্ষাসেবার বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। 
বর্তমানে কলেজটির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সহধর্মিণী শিক্ষবিদ ও সমাজসেবক অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS