ভিডিও

এবারের কোরবানির ঈদে, বাড়িতে হাট যাবে নগদে

প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৮:৩১ রাত
আপডেট: জুন ১৪, ২০২৪, ০৮:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

[ঢাকা, ১৪ জুন ২০২৪, শুক্রবার] কোরবানির পশু কেনার ঝক্কি কমাতে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এসেছে অভিনব এক ক্যাম্পেইন। কোরবানির পশু কিনতে কয়েকটি ধাপ অনুসরণ করে নগদ গ্রাহকেরা নিজের বাড়িতে থেকে পছন্দমতো পশু কিনতে পারবে। 
নগদের এই ক্যাম্পেইনে গ্রাহকদের হাটে যাওয়ার বদলে গরুর হাটই চলে যাবে তাদের বাড়িতে। নগদে টাইম স্লট বুকিং দিলে নির্ধারিত সময়ে গরুর হাট নিয়ে নগদ পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। এর জন্য নগদ গ্রাহকদের একটি ফরম পূরণ করতে হবে এবং নগদ নম্বর ও নাম-ঠিকানা দিয়ে এবং নিজ পছন্দ অনুযায়ী দিন-তারিখ নির্ধারণ করে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন।
অভিনব এই ক্যাম্পেইনের বিষয়ে নগদের উপব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘মানুষের জীবন আরো কীভাবে সহজ করা যায়, তা নিয়ে শুরু থেকেই কাজ করছে নগদ। সামনের দিনে ডিজিটাল ব্যাংক হবে আরেকটি মাধ্যম। এবারের কোরবানি ঈদে কোরবানির পশু কেনার জন্য গ্রাহকের দ্বারে হাট নিয়ে যাওয়া আইডিয়াটিও মানুষের জীবন সহজ করার একটি প্রক্রিয়ার অংশ।’
এই ক্যাম্পেইনে একজন নগদ গ্রাহক একাধিকবার ‘হাট আসবে বাড়িতে’-এরজন্য বুকিং দিতে পারবেন। প্রতিবারে ভিন্ন ভিন্ন দিন-তারিখ নির্ধারণ করেও বুকিং দিতে পারবেন নগদ গ্রাহকেরা। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন যেকোনো সময় নগদের ফরম-এর নিচের বাটনে ক্লিক করে বুকিং দেওয়া যাবে।
ফরম পূরণ করে বুকিং দেওয়ার মাধ্যমে গ্রাহক বিজয়ী হওয়া সাপেক্ষে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য সম্মতি দেবেন। এরপর ট্রাকে থাকা কোরবানির পশুর ব্যাপারে সকল তথ্য ও নির্ধারিত মূল্য ট্রাকে থাকা নগদের ভলান্টিয়ারের কাছে পাওয়া যাবে।
বিজয়ী গ্রাহক তার বাসায় আনা অপশনগুলোর মধ্যে দাম ও পছন্দ অনুযায়ী কোরবানির পশু নগদ পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল উপযুক্ত গ্রাহকদের মধ্য থেকে দ্বৈবচয়ন ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS