ভিডিও

আবারও বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এখন সবার চোখ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায়। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশেরও বেশি বেড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৯১ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭১.৭৭ ডলার। চীনের চাহিদা নিয়ে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কমে আসায় অপরিশোধিত তেলের দাম গত সপ্তাহে কমেছিল। তবে ইসরাইল এবং হিজবুল্লাহর সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এর আগে, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭.০ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮.০ শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪.০ শতাংশ বেড়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS