ভিডিও

প্রতিষ্ঠার ১২৭ বছর পর গোদরেজ পরিবারে ভাগাভাগি

প্রকাশিত: মে ০১, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট: মে ০১, ২০২৪, ০৮:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

প্রতিষ্ঠাতা পরিবারের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়েছে গোদরেজ গোষ্ঠী। 

ভাগাভাগি হচ্ছে ভারতীয় বহুজাতিক গোষ্ঠী গোদরেজ। ১২৭ বছরের পুরনো এই ভারতীয় শিল্পগোষ্ঠীর ছাতার নিচে এত দিন একসঙ্গে কাজ করত গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এবং গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের বহু সংস্থা। একটি বিবৃতি দিয়ে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে, এসব সংস্থাকে নিজেদের মধ্যে দুটি ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, তালা থেকে শুরু করে সাবান, ফ্রিজ, আলমারি, গৃহসজ্জার জিনিসপত্র, রান্না-স্নানঘরে কাজে লাগার জিনিস থেকে নির্মাণ ব্যবসাও রয়েছে গোদরেজের। টাটা গোষ্ঠীর মতো গোদরেজও ভারতীয় পরিবার নিয়ন্ত্রিত পারিবারিক ব্যবসাগুলোর মধ্যে অন্যতম। সংস্থাটি শুরু হয়েছিল ১৮৯৭ সালে উকিল থেকে ব্যবসায়ী হওয়া আর্দেশির গোদরেজের হাত ধরে। পরে এই গোষ্ঠীর দায়িত্ব নেন আর্দেশিরের ভাই পিরোজশা ও তাঁর সন্তানরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS