ভিডিও

বিমানে বোমা আতঙ্কে জরুরি অবতরণ

প্রকাশিত: জুন ০১, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট: জুন ০১, ২০২৪, ০২:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে বোমা আতঙ্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয় মুম্বই বিমানবন্দরে। আজ শনিবার (১ জুন) সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পর পরই একটি বিমানে বোমা আছে বলে খবর আসে ভারতের মুম্বই বিমানবন্দরে। সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যম বলছে, এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ‘সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। বর্তমানে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।

জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ৯টার দিকে।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS