ভিডিও

অ্যালোভেরা জেল তৈরি করবেন যেভাবে

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০৬:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

লাইফস্টাইল ডেস্ক :  অ্যালোভেরা জেল ত্বক- চুলের জন্য কতটা উপকারী তা কমবেশি সবারই জানা। এ কারণে অনেকেই বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার কওেরন। চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন উপকারী এই জেল। 

যা লাগবে : অ্যালোভেরার বড় পাতা, ভিটামিন ই তেল, আর সুগন্ধের জন্য সুগন্ধযুক্ত যেকোনও তেল। 

কীভাবে বানাবেন : প্রথমে গাছ থেকে বড় অ্যালোভেরা পাতা কেটে নিন। তারপর অ্যালোভেরার পাতাগুলোকে মাঝখান থেকে কেটে তার ভেতর থেকে জেল বের করে নিন। এরপর একটি ব্লেন্ডারে জেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে ঘন করে নিন। এবার এতে ভিটামিন ই তেল ও চা গাছের তেল দিতে পারেন। আবার সুগন্ধযুক্ত যদি কোনও তেল থাকে তাও দিতে পারেন। তারপর আরেকবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি এয়ার টাইট কাঁচের পাত্রে এই জেলটিকে ফ্রিজে রেখে দিন। অন্তত এক রাত রাখুন ।

এই ভাবে রাখলে জেলটা বেশ ঘন হবে। তারপর এই জেল আপনি ত্বকে, মুখে মাখতে পারেন। তবে এটি ঠান্ডা জায়গাতেই রাখা বেশি ভালো। এটি ত্বকের জন্য খুব ভালো। যতদিন আপনি ফ্রিজে রাখবেন ততদিন জেলটি ভালো থাকবে। ত্বক উন্নত রাখতে এই অ্যালোভেরা জেলের সঙ্গে আরেকটি ভিটামিন সি ক্যাপসুলও ভালো করে মিশিয়ে রাখতে পারেন। তাহলে জেলটি কমপক্ষে দু থেকে তিন মাস ভালো থাকবে। রোদে ত্বক পুড়ে যায় কিংবা গা, হাত, পা পুড়ে কোথাও কালো দাগ হয়ে যায় সেখানে অ্যালোভেরা জেল মাখতে পারেন। যদি কোথাও কেটে যায় বা কোনও অংশ রান্না করতে গিয়ে যদি পুড়ে যায়, তাহলেও অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে। আবার যদি আপনার ত্বকে জ্বালা জ্বালা ভাব থাকে কিংবা ছোট ফুসকুড়ি থাকে তাহলে অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS